দুনিয়া ও আখিরাত-সেলিম ভূইয়া
কখন হবে বাড়ী, কখন হবে গাড়ী
এই নিয়ে সারা দিন ভাবনায় থাকি,
কখনও কি ভাবি চলে যেতে হবে
সব মায়ার সংসার ছেড়ে
যেখানে বাস হবে একাকিত্ব জীবন,
সেখানে থাকবে না কেহ আপন জন।
দু দিনের সংসারে প্রভুর নাম ভূলে
জীবন পাড় করি আনন্দে আর মোহে,
গায়ের জুড়ে অন্যায় অবিচার সব করি
রাত কে দিন করি, সত্যকে মিথ্যায় ডাকি।
জুলুম দূর্নীতি, হানাহানি সব করি
সময় থাকতে হয় না কেন হুশ,
পাপ পূন্যের হিসাব হবে কাল হাসরে
তখন আমি পাপীর উপায় কি হবে।
ওরে ভুলামন একটু ভেবে দেখি
সময় থাকতে ভাল কাজ খুজি
সোজা পথে চলি সত্যের মাঝে থাকি
তবেই পাইবে দুনিয়া ও আখিরাতে মুক্তি।
২৫ সেপ্টেম্বর ২০১৮/ সত্যের সৈনিক/হালিমা খাতুন